রাজ্য নির্বাচন কমিশনের দফতরে শুভেন্দু অধিকারী, খুলে দিলেন ব্যারিকেড

রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বেনজির দৃশ্য। আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু আজ নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দেখতে পাওয়া গেল একেবারে বেনজির দৃশ্য কারণ যে সমস্ত বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি তাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করেন তিনি ব্যারিকেড খুলে। নমিনেশন জমা দিতে না পেরে সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপি প্রার্থীরা। সেই মুহূর্তের দৃশ্য দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজ এর পর্দায়। প্রার্থীদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার জন্য ব্যারিকেট দেওয়া হয়, সেই ব্যারিকেদ কার্যত খুলে দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী তাদের সাথেও বচসার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে উঠতেই মনোনয়ন পেশ একে কেন্দ্র করে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ উত্তেজনাময় পরিস্থিতি। দেখুন বিজেপি প্রার্থীরা নির্বাচন কমিশনের দপ্তরের সামনেই অবস্থানে বসেছেন।