মনোনয়ন পেশের তৃতীয় দিনে ব্যাপক অশান্তি রাজ্যের বিভিন্ন জায়গায়

রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর আজ মনোনয়ন পেশের তৃতীয় দিন। আর মনোনয়ন পেশের তৃতীয় দিনেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে মুর্শিদাবাদের ভাঙ্গর অন্যদিকে রানীনগর দুই জায়গাতেই ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মনোনয়ন পেশ কে কেন্দ্র করে পুলিশের সাথে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনাময় পরিস্থিতির। পুলিশেরসাথে চলল বচসা।অন্যদিকে রানীনগরে দেখতে পাওয়া গেছে বাইক মিছিল তৃণমূলের। যেখানে নির্বাচনের কমিশনের তরফে 144 ধারা জারি করে বাইক মিছিল করতে নিষিদ্ধ করা হয়েছে সেখানে মনোনয়ন পেশের তৃতীয় দিনেই হাতে তৃণমূলের ঝাণ্ডা নিয়ে বাইক মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের।