নদীয়ার রানাঘাটের নতুন প্রশাসকের কাছে, ডেপুটেশন বামেদের

মলয় দে নদীয়া :- চব্বিশ দফা দাবি নিয়ে বামেরা বিক্ষোভে দেখালো রানাঘাট পৌরসভাতে । মেয়াদ উত্তীর্ণ পৌরসভা পরিচালনা করছে প্রশাসক মন্ডল। দীর্ঘ বছরের চেয়ারম্যান তথা প্রধান প্রশাসক পার্থসারথি চ্যাটার্জী সম্প্রতি তিনি পদত্যাগ দেওয়ার পর মুখ্য প্রশাসক পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন কুশল দেব বন্দ্যোপাধ্যায়। আজ বামেদের তরফ থেকে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বামেরা। এবং রানাঘাট পুরসভার প্রধান প্রশাসককের হাতে তারা একটা ডেপুটেশন তুলে দেয়।