মলয় দে নদীয়া :- জাতীয় কংগ্রেসের টিকিটে জোটের সহযোগিতায় জয়ী হয়েছিল নদীয়ার শান্তিপুর বিধানসভার বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তারও পরবর্তীতে কিছুদিন আগে বিজেপিতে যোগদানের ফলে , সোশ্যাল মিডিয়াই হোক বা লোকালয়, সর্বত্রই দলত্যাগের বিরুদ্ধে কানাঘুষা আলোচনা শোনা যাচ্ছে। বিধায়ক তৃণমূলে থাকাকালীন বেশ কিছুদিন আগে, বিজেপি এক কর্মী খুনের সরাসরি অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। দিল্লীতে কৈলাশ বিজয় বর্গীয়র হাত থেকে পতাকা নিয়ে যোগদানের পরেরদিনই সোশ্যাল মিডিয়ায় ধিক্কার জানিয়ে ক্ষোভ জানানো হয় ওই পরিবারের পক্ষ থেকে। শান্তিপুরের বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক যোগদানের বিরুদ্ধে ধিক্কার জানাতে দেখা যায়।
গতকাল একটি টিভি চ্যানেলে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যকে দেখা যায় বিজেপি নেতা হিসেবে অন্য দলের সকলের প্রতিনিধিদের সাথে বিতর্কের এক অনুষ্ঠানে যোগদান করতে। এরপর গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় , বাম কংগ্রেস জোট, এবং তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল থেকে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। আজ সকালে শান্তিপুর শহরের একাধিক জায়গায় রঙিন উন্নত পোস্টার দেখা যায় বিধায়কের বিরুদ্ধে।