বিজেপির কৃষক সুরক্ষা গ্রাম সভা , শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ রাহুলের

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: কৃষক সুরক্ষা গ্রাম সভা করল বিজেপি। দাঁতন ১ ব্লকের দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে বুধবার দাঁতন ১ নং ব্লকের একামলীপুরে কৃষক সুরক্ষা গ্রাম সভার আয়োজন করলো বিজেপি।বুধবার ১ নং ব্লকের বিজেপির দক্ষিণ মন্ডলের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সমিত দাস সহ অনেকেই। এদিন এই সভার আগে গাজীপুর গ্রামে কয়েকজন কৃষকের বাড়ীতে যান রাহুল সিনহা। কৃষক বাড়ী থেকে এক মুঠো চাল সংগ্রহ করেন এবং নরেন্দ্র মোদীর পাঠানো কৃষি সুরক্ষা বিষয়ক চিঠি কৃষক পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি এদিন দলীয় এক কর্মীর বাড়ীতে দুপুরে মাটিতে বসে আহারও করেন তিনি। তারপরেই কৃষক সুরক্ষা গ্রাম সভাতে যোগ দেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন এদিন রাহুল সিনহা। তৃণমূল নেতারা সাধারণ মানুষের টাকা খেয়ে গাড়ি বাড়ী বানিয়েছে বলেই মন্তব্য করেন। আগামীদিনে ওই এলাকায় দাঁড়িয়ে ওই বাড়ী নিলাম যদি না করি তবে আমরা বিজেপির কার্যকর্তা নয়, হুঁশিয়ারিও দেন তিনি। রাজ্যে ক্ষমতায় এলে প্রতিশ্রুতি নয়, মানুষের সমস্যার সমাধান করবে বিজেপি। জেলা সভাপতি শমিত দাশ তিনিও রাজ্য সরকার ও তৃণমূলের কাজের সমালোচনা করেছেন এদিন।