বিবাহের চারদিনের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী

শেখ মিলন, ভাতার: – বিবাহের চারদিনের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক লরি চালক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বড়বেলুন গ্রামে। মৃতের নাম পবন দাস, বয়স ৩৭ বছর, তিনি ওই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, পবন দাস পেশায় লরি চালক, বছর দশেক আগে পবন দাস এর একবার বিয়ে হয়েছিল। কিন্তু স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। দিন চারেক আগে মঙ্গলকোটের মাঝিগ্রামে দ্বিতীয় বিবাহ করেন পবন।

গতকাল সকাল দশটার সময় বড়বেলুন গ্রামের মাঠে, গাছে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন। মাঠ দেখতে আসা লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় পবন দাসকে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ ময়নাতদন্তের জন্য বর্ধমান হসপিটালে পাঠায়।