২০২১ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু

নরেশ ভকত, বাঁকুড়াঃ হাতেগোনা আর মাত্র কয়েকটা মাস তারপর রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠবে । ইতিমধ্যেই ডান থেকে বাম সকল রাজনৈতিক দলগুলি সংগঠন মজবুত করতে ময়দানে নেমে পড়েছেন । সে মতোই বৃহস্পতিবার সোনামুখীতে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো । বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের আরো বেশি করে চাঙ্গা করতেই এই বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি লুৎফর রহমান , সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখী ব্লক সম্পাদক সোমনাথ মুখার্জী , সোনামুখী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।