শেখ মিলন, ভাতার :- সাড়াদেশ জুড়ে আজ শুরু হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া।একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলার ভাতার স্টেট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টীকাকরণ শুরু হল। এদিন ১০০ জনকে টীকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়ে।উদ্বোধনে ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক, ভাতারের ওসি প্রণব বন্দ্যোপাধ্যায়, ভাতার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য মহেন্দ্র হাজরা, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধক্ষ্য জহর বাগদি সহ অন্যান্যরা। এদিন হাসপাতালের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের সঙ্গে বিধায়ক, প্রাক্তন বিধায়ক কর্মাধক্ষ্যদ্বয় টীকা নেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান প্রথম দফায় মোট ১৬৩৬ ডোজ টীকা এসেছে।