বিনোদন ডেস্ক : এই প্রথম বার ও টি টি প্লাটফর্মে দেখা যাবে প্রসেজিৎ চট্টোপাধ্যায়কে। তবে সেটি হিন্দিতে হবে বাংলা নয়, হিন্দিতে। বিপরীতে রয়েছে অদিতি রাও হায়দারি। পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সিরিজের নাম ‘স্টারডাস্ট’। যদিও কোন প্লাটফর্মে দেখা যাবে এখনো ঠিক করে জানায়নি পরিচালক। সূত্রের খবর বলিউডের টানাপোড়েন, প্রতিদ্বন্দ্বিতা নিয়েই সিরিজের গল্প। চারের দশক থেকে শুরু করে আরও ৪০ বছরের সময়কাল উঠে আসবে পর্দায়। প্রথম সিজ্নে আট থেকে ন’টি এপিসোড থাকবে। প্রসেনজিৎ এবং অদিতি ছাড়াও রয়েছেন অপারশক্তি খুরানা। গত বছর কাজ শুরুর কথা ছিল কিন্তু অতিমারীর কারণে এই বছর মার্চ মাস থেকে কাজ শুরু হওয়ার কথা আছে।