দুর্দান্ত বেলি ডান্স করে রিয়েলিটি শো তে তাক লাগিয়ে দিলেন অনুব্রত

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দুর্দান্ত বেলি ডান্স করে রিয়েলিটি শো তে তাক লাগিয়ে দিলেন অনুব্রত,
বাংলার একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে চমকে দেওয়ার মতো বেলি ডান্স করে সকলকে তাক লাগিয়ে দিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা অনুব্রত সরখেল। বলিউডের অন্যতম বিখ্যাত ডান্সার নোরা ফাতেহির ভক্ত অনুব্রত তার নাচ দেখে হুবহু তা করার চেষ্টা করতেন। বেলি ডান্স করে রিয়ালিটি শো তে সকলের নজর কেড়ে নিয়েছিলেন অনুব্রত। তার বাবা মা জানালেন যে ছেলে নাচ নিয়েই ভবিষ্যতে এগিয়ে যাক আর অনেক বড় মনের মানুষ হোক। অনুব্রত নিজেরও ইচ্ছা তাই নাচ নিয়ে এসে ভবিষ্যতে এগোতে চায়। বাংলার ওই জনপ্রিয় রিয়েলিটি শোতে বিচারকের আসনে আছে টলিউড অভিনেতা দেব এবং রুক্মিণী মৈত্র। সেখানেই দুর্দান্ত বেলি ডান্সে সকলের মন জিতে নিয়েছিল অনুব্রত। ছোট থেকেই নাচের প্রতি অসম্ভব ঝোঁক অনুব্রতর। ওয়েস্টার্ন কনটেম্পোরারি ইন্ডিয়ান বিভিন্ন নাচের তালিম নিলেও বেলি ডান্স কখনোই শেখেনি সে। ইউটিউব দেখে দেখে বেলি ডান্স শিখতে শুরু করে সে। অনুব্রত চায় ভবিষ্যতে নিউ ব্যারাকপুরের নাম আরো উজ্জ্বল করতে। তার নাচের প্রশংসায় পঞ্চমুখ সকলে।