শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- হাতির তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের একাধিক এলাকা। গোয়ালতোড় রেঞ্জের শাখা ভাঙ্গা দেবগ্রাম গ্রামে তিন চার দিন ধরে পঞ্চাশ থেকে ষাট টি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে, তাতেই রাতের ঘুম উড়েছে এলাকার চাষিদের। এলাকার কৃষকদের দাবি বিঘাপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আলু চাষ করতে। কিন্তু হাতির তাণ্ডব এলাকায় বাড়তে থাকায়, চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি ক্ষতিগ্রস্ত আর তাতেই চাষিদের মাথায় হাত।
এবার ক্ষতিপূরণের দাবি নিয়ে গোয়ালতোড় রেঞ্জে অফিস ঘেরাও করলো গোয়ালতোড় এলাকার সাধারণ কৃষকরা। এলাকার কৃষকদের দাবি হাতিকে এখান থেকে সরাতে হবে, নাহলে চাষিদেরকে আত্মহত্যা করতে হবে! এমনকি কৃষকদের অভিযোগ বনদপ্তর থেকে কোনো সহযোগিতা তারা পায় না। বারবার বিষয়টি বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের জানিয়ে কোন সুরাহা না হওয়ায় এদিন রেঞ্জ অফিস ঘেরাও করেন তারা। অপরদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি গোয়ালতোড় রেঞ্জের আধিকারিকরা।