কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসব ২০২১ এর শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল জাগদীপ ধনকার

সুবীর দাস, কল্যাণী :- রাজনীতির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। রাজনৈতিক ঘটনাপ্রবাহ সম্পর্কেও তার কোনো আগ্রহ নেই বলে রাজ্যপাল জগদীপ ধনকার সাফ জানিয়েছেন। নদীয়ার কল্যাণীতে আজ সন্ধ্যায় ২৪ তম বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল পরে সাংবাদিকদের জানান, রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্ব সংবিধান মেনে চলা। আইনের শাসন বজায় থাকছে কি না তা দেখা। পশ্চিমবঙ্গে নির্বাচনে যে সন্ত্রাস ও হিংসার চিত্র ধরা পড়ে, সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে, এইসবের বদল ঘটাতে হবে। ব্যারাকপুর পুলিশের সমালোচনা করে রাজ্যপাল বলেন, কেউ আদালতে বিচার চাইতে গেলে পুলিশ তাঁদের বাড়িতে সমন পাঠাচ্ছে। এটা পুলিশের কাজ নয়।

রাজ্যপাল এদিন তাঁর ভাষনে পশ্চিমবঙ্গের সংস্কৃতির ভূয়শী প্রশংসা করেন। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই বঙ্গ সংস্কৃতি উৎসবে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের স্টল রাখা হয়েছে। এছাড়াও পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির জন্য শিবির করা হয়েছে। দশ দিনের এই উৎসবে এবারের ভাবনা শ্রদ্ধায় ও স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়।