চাকরির দাবিতে নবান্ন ও নব মহাকরণ অভিযানের ডাক

নিউস ডেস্ক, কলকাতা :- বৃহস্পতিবার সকালে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয় সংগঠনের সদস্যেরা চাকরির দাবিতে নবান্ন ও নব মহাকরণ অভিযানের উদ্দেশে অল বেঙ্গল ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনহএর তরফ থেকে। যদিও পুলিশ সেই মিছিল বেশি দূর এগোতে দেয় নি। ধর্মতলায় গাঁধী মূর্তির কাছে একটি লেনে মিছিলে আসা লোকজনেরা অবস্থান করেন। সেখানে যোগ দেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, জগন্নাথ সরকার, কনিষ্ক পণ্ডা, পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক জানান, যুবশ্রী প্রকল্পের আওতাভুক্ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার যা তারা পালন করতে পারে নি। যদিও শাসক দলের দাবি চাকরি দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে এবং চাকরির দাবিতে এ দিন নবান্ন ও নব মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল।