শান্তিপুরে অনুষ্ঠিত হলো বিশেষভাবে সক্ষমদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ, মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ

শান্তিপুরে এই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্রিকেট টি-টোয়েন্টি ২০২২ মৈত্রী সিরিজ। সিরিজটি পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল দিব্যং ক্রিকেট এসোসিয়েশন। সিরিজের দ্বিতীয় দিনে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হয়। তবে এই সিরিজে দুদলেরই প্রত্যেক খেলোয়াড় বিশেষভাবে সক্ষম। কেউ এক পায়ে দাঁড়িয়ে ভর করে কেউবা হাতে জোর পান না,শারীরিক অক্ষমতাকে উপেক্ষা করেও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রনের অদ্যম্য সাহস তাদের মনে। আজ এই সিরিজের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ময়দানে। সিরিজের শুরুতেই প্রত্যেক খেলোয়াড় কে সংবর্ধনা জানাতে উপস্থিত হয় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ বিভিন্ন কাউন্সিলরগণ এবং শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ এবং সমগ্র শান্তিপুরের বিভিন্ন স্তরের মানুষজন। দুই দলের অধিনায়কের বক্তব্যে স্পষ্ট, ভারতের দিব্যংঙ্গ ক্রিকেট দলের প্রতীক সরকারি তত্ত্বাবধানে ঢের বেশি সচেতন বাংলাদেশ সরকার।
অত্যন্ত এই ব্যয় সাপেক্ষ খেলায়, সরকারি এবং বেসরকারি সহযোগিতা না থাকায়, অনুপ্রেরণা হারাচ্ছেন বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা। শান্তিপুরে বিধায়ক এবং পৌরপতির সহযোগিতায় এ অসম্ভব সম্ভব হয়েছে এবার।