গতবছর লোকডাউনে ক্ষতিগ্রস্ত হওয়া আম চাষের সাথে যুক্ত ঝুড়ি শিল্প এবছর ফের আশায় বুক বেঁধেছে তারা

মলয় দে, নদীয়া :- প্রতিবছর জানুয়ারি মাস থেকে ঝুড়ি বুনতে শুরু করেন এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। সারাবছর কৃষকের টোকা, মাছ ধরার পোলো, বৃত্তি, মাটি বইবার ঝোড়া, সবজি নিয়ে যাবার ঝাকা ঝুড়ি, গৃহস্থলীর ব্যবহারের কিছু জিনিস সারাবছর কমবেশি বিক্রি হলেও, মূলত আম চাষ এর সাথে ঝাঁকা বা ঝুড়ির বিক্রি থেকে টাকা দেখতে পান ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তাই বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এমনকি ব্যক্তিগত ভাবে ঋণ নিয়ে আগেভাগেই তৈরি করতে থাকেন ঝাঁকাঝুড়ি। কিন্তু গত বছর করোনা ত্রাসে কোনো ব্যাবসায়ী করতে পারে নি , ধাক্কা খেয়েছে এই শিল্প ; এবছর তাই আগাম কাজ করার জন্য, বাঁশ কেনা বা শ্রমিক লাগিয়ে প্রচুর ঝাঁকাঝুড়ি মজুদ রাখায় আস্থা নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের। তবে তারা আশায় বুক বেঁধেছেন, দৈনন্দিন তৈরি ঢাকা ঝুড়ি বিক্রি হয়ে যাবে চাহিদার সাথে। চলতি মাসের শেষের দিকে, আমগাছে ওষুধ দেওয়া এবং গাছ ধোয়ানোর পর ফেব্রুয়ারি মাস থেকেই বাগানীদের আনাগোনা শুরু হবে ঝাকা ঝুড়ির খোঁজে।