নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহারের বিক্ষোভে সামিল জেলার বামপন্থী সংগঠনগুলি

মলয় দে, নদীয়া :- কেন্দ্রীয় সরকারের জণবিরোধী কৃষি আইনের প্রতিবাদে ও অবিলম্বে আইন বাতিলের দাবিতে বুধবার দুপুরে কৃষ্ণনগর এ বি স্কুল সংলগ্ন এলাকায় রিলায়েন্স কোম্পানির শোরুম এর সামনে এক বিক্ষোভ সমাবেশে শামিল হলেন নদীয়া জেলা বামপন্থী সংগঠনগুলির সদস্যরা। ভিকো সমাবেশের পাশাপাশি এদিন কৃষ্ণনগর শহরে এক পদযাত্রায় সামিল হন বামপন্থী সংগঠনগুলির কর্মী-সমর্থকরা।এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শতাধিক কর্মী সমর্থক সহ নদীয়াজেলা বামপন্থী সংগঠনের নেতৃত্ব বৃন্দ।