নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
মেলবনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অনবদ্য জয়
গতকাল মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়ে ভারতবাসীকে দীপাবলীর উপহার দিল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে বিজয়ী হলো ভারত। গতকাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কে জিততে গেলে ১৬০ রান দরকার ছিল কারণ পাকিস্তানের রান তখন ছিল ১৫৯। ১৪৬ রান করার পরই পাঁচ উইকেট পড়ে গেছিল টিম ইন্ডিয়ার। তখনো বাকি ১৯ ওভার এবং তিন বল। বিষয়টি তখন বেশ জটিল হয়ে যাচ্ছিল ইন্ডিয়ার পক্ষে। এরপর ব্যা ট হাতে ময়দানে নামে বিরাট কোহলি। লাস্ট ৪ বলে কখনো দরকার ১৫ রান। এরপর চার বলে পর বিরাট ৬ মারে তিন বলে তখনও দরকার ১৩ রান ইন্ডিয়ার। তারপরের ছয় নো বল বলে ঘোষিত হয়। দুই বলে তখনও বাকি সাত রান নো বলে তিন রান করে ভারত। অবশেষে লাস্ট এক বলে ৪ রান করে দুর্দান্ত সাফল্য জয় হল টিম ইন্ডিয়ার। এ যেন দীপাবলীর পূর্ণ লগ্নে ভারতবাসীকে দীপাবলীর উপহার দিল টিম ইন্ডিয়া।

