নদীয়া শান্তিপুরে জাতীয় সড়কের প্রায় একই সঙ্গে ঘটে গেল দুটি পৃথক পথদুর্ঘটনা

মলয় দে, নদীয়া :- আজ নদীয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন গোবিন্দপুর এলাকা দিয়ে পাঁচপোতার নতুন পাড়ার এক ব্যক্তি, নাম সাগর রায় মোটরসাইকেলে যাচ্ছিলেন, আচমকা একটি যাত্রীবোঝাই বাস পেছন থেকে ধাক্কা মারে তাঁকে। রাস্তার পাশে খাদে পড়ে যায় সে, এলাকাবাসীর তৎপরতায় শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে, পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তার কিছুটা এগিয়ে সম্পূর্ণ পৃথক একটি ঘটনায় ঘটে পুরুলিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায়। পরেশনাথ পুর নিবাসী পরেশ সরকার নামক এক ব্যক্তি প্রতিদিনের মতো শান্তিপুর বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পে তার কাজে আসছিলেন। আটা কলের আগে গ্যাস গোডাউনের পাশে রক্তাক্ত অবস্থায় তাঁকে পথের পাশে পড়ে থাকতে দেখে, এলাকাবাসী উদ্ধার করে, শান্তিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে, পরে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন করা হয়ে তাঁকে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে।