নিউস ডেস্ক, রাজ্য :- আজ ১লা জানুয়ারী ২০২১ ,নববর্ষের প্রথম দিন। সারা বছরের প্রতিটি দিনের থেকে একটু আলাদা আজকের সকাল। অনেকের মনে নতুন পরিকল্পনা সারা বছরের জন্য। তার মধ্যেও আজ একটি বিশেষ দিন। আজ “কল্পতরু দিবস”।
১লা জানুয়ারী ১৮৮৬ সালে এই দিনটিতেই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন “তোমার চৈতন্য হোক”। তাঁর অগণিত ভক্তদের মনে তিনি কত সহজে প্রবেশ করে তাদের সকল মনের কথা যেন তিনি পরে নিয়েছিলেন । আজকের এই দিনটিতে তাই সকলের মনোবাসনা পূর্ণতা পায়। প্রতি বছর আজকের এই দিনটা দক্ষিনেশ্বরে খুব ধুমধাম করে পালিত করা হয়। অগণিত ভক্ত সমাগম হয় মা ভবতারিনীর কাছে। সকলেই তাদের মনোবাসনা নিয়ে উপস্থিত হয় কল্পতরুর কাছে। একেবারে ভোর থেকে শুরু হয় পূজা অনুষ্ঠান, গোটা দিন ধরে চলে এই আচার অনুষ্ঠান।
অতিমারী আবহের জন্য এই বছর দক্ষিনেশ্বর মন্দির বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে বেলুড় মঠ, কামারপুকুর ও জয়রামবাটির দর্শন। তবে চোখে পড়ার মতো ভক্ত সমাগম নজরে পড়লো আদ্যা মায়ের মন্দিরে। সকাল থেকেই পুজোর দেওয়ার জন্য লম্বা লাইন ভক্তদের বেলা যত বেড়েছে ততই যেন বেড়েছে ভিড়। সকলেরই মনে যেন একটাই বাসনা মুছে যাক সব অন্ধকার দিক , নতুন বছরের আলো নিয়ে আসুক সকল আনন্দ ও সুস্থ্য জীবন।