মলয় দে,নদীয়া :- আজ নদীয়া শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস ভবন থেকে বিকাল চারটে নাগাদ, এক সুদীর্ঘ বঙ্গভূমি যাত্রা মূলত পরিণত হলো শান্তিপুরের ভাঙ্গা রাস যাত্রায়। সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামানিক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের।
এদিনের বঙ্গভূমি যাত্রাতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। তৃণমূল ছাত্র পরিষদ, যুব তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস, ছাড়াও শিক্ষক সংগঠন, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সংগঠন, গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন, রেল হকার ইউনিয়ন, প্রতিবন্ধী সংগঠন, ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, টোটো ইউনিয়ান, পশ্চিমবঙ্গ কুম্ভকার সমিতি, নদীয়াজেলা মিষ্টান্ন প্রস্তুতকারকের কর্মচারী ইউনিয়ন, তাঁত শ্রমিক ইউনিয়ন, ধান চাল কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন বাজার কমিটির মতো বেশ কিছু অরাজনৈতিক সংগঠনও উল্লেখযোগ্য আজকের এই যাত্রায়।