বিয়ের দুমাসের মধ্যে অন্তঃসত্ত্বা গায়িকা নেহা কক্কর

‌বিনোদন ডেস্ক :- গত অক্টোবরে বিয়ে সারেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। ঠিক তার দু’‌মাস পরেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর। এই নিয়ে বলিউডে জল্পনা তুঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নেহা। সেখানে নীল রঙের জিনসের স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন নেহা। তাঁকে ছুঁয়ে রয়েছেন রোহনপ্রীত। দু’জনের মুখেই উচ্ছ্বাস। এসব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প।ছবিটি পোস্টের পরই অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন নেহাকে। প্রসঙ্গত, আগস্ট মাসে একটি মিউজিক ভিডিও শ্যুটিংয়ের সময় নেহার সঙ্গে আলাপ হয় রোহনের, সেখান থেকেই প্রেম এবং অক্টোবরে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই মধুচন্দ্রিমার জন্য গিয়েছিলেন দুবাইতে। এবার এল নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।