সি পি আই (এম)জোট প্রার্থীর কর্মীসভা অনুষ্ঠিত হলো নবগ্রাম হাইস্কুলে

মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার নবগ্রাম বিধানসভা কেন্দ্রের সি পি আই (এম)জোট প্রার্থীর কর্মীসভা অনুষ্ঠিত হলো নবগ্রাম হাইস্কুলে। কর্মী সভা শেষে নবগ্রামে পায়ে হেঁটে মিছিল করলেন সিপিআইএম কর্মী-সমর্থকরা।


উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার জোট প্রার্থী কৃপালিনী ঘোষ, সিপিআইএম পার্টির কেন্দ্র কমিটির সদস্য রাম চন্দ্র ডোম, এছাড়া উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন সভাধিপতি পূর্ণিমা দাস ও সচ্চিদানন্দ কান্ডারি।