মোদির জনসভা থেকে ফেরার পথে অ্যাসিড হামলা বিজেপি কর্মীর উপর

কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভা শেষ করে বারি ফেরার পথে নবদ্বীপ বিধানসভার অন্তর্গত মাজদীয়া পানশীলা এলাকার ১৬ নম্বর বুথের দুই বিজেপি কর্মীর উপর অ্যাসিড হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি।ঘটনাটি ঘটে কৃষ্ণনগর রোড থেকে নবদ্বীপ ঘাট আসার পথে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাসিড হামলায় আহত দুই ব্যক্তির নাম তাপস সেন এবং তপন রায়। জানা যায়, এদিন প্রধানমন্ত্রীর সভা শেষে ফেরার পথে কৃষ্ণনগর চার্জের সামনে পিছন থেকে দুজন যুবক গালিগালাজ করতে থাকে সেই সময় দুই বিজেপি কর্মী প্রতিবাদ করায হঠাৎই তাঁদের পিছন থেকে অ্যাসিডের প্যাকেট মারা হয়। ঘটনায় গুরুত্বর জখম হয় ওই দুই বিজেপি কর্মী। বর্তমানে তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।