দল বিরোধী কাজের অভিযোগে নদীয়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি কাবিল উদ্দিন শেখ ও কালিগঞ্জ বিধানসভার কংগ্রেসের সহ সভাপতি শাহানাজ হোসেন মুন্সীকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল কংগ্রেস। কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী করেছে আবুল কাশেমকে। যদিও তাকে প্রার্থী করার পরেই কংগ্রেসের নেতা কর্মীদের একাংশ প্রবলভাবে বিক্ষোভ দেখান। তারা কেউই আবুল কাশেমকে মানছিলেন না। বিষয়টি জানার পর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওই দুজনকে শোকজ করা হয়েছিল। যদিও কেউই শোকজের জবাব দেননি। এরপর শনিবার কাবিল উদ্দিন শেখ কই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়েছেন। রবিবার সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস সভাপতি অসীম কুমার সাহা জানিয়েছেন,’ দুজনেই দল বিরোধী এবং অনৈতিক কাজ করেছেন। তাই তাদের ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল।’