ভোট মিটে গেছে!এবার ভ্যাকসিন নিতেই হবে। দেরিতে হলেও প্রয়োজনটা বুঝেছেন প্রবীণরা! এর আগের বারে ও লক্ষ্য করা গেছে আবেদন করা সত্ত্বেও টিকা নিতে হাসপাতালে পৌঁছাননি অনেকে! কিন্তু এবার নিজের তাগিদেই সকাল থেকেই লম্বা লাইন 45 বছর বয়স উর্দ্ধো সাধারণ মানুষের । মঙ্গলবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সকাল থেকেই কয়েকশো সাধারণ মানুষের লম্বা লাইন করোনার টিকাকরণ নেয়ার জন্য। গত 24 ঘন্টায় শান্তিপুর থানা এলাকার দুজন মহিলা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়! কোন ঘটনার 19 ঘন্টা কোনটায় বা কুড়ি ঘন্টা অতিক্রান্ত হলেও মৃতদেহ সৎকারের তৎপরতা লক্ষ্য করা যায়নি প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের। গতকাল সন্ধ্যায় এ ধরনের দাবি তুলে, শান্তিপুরের একাংশ বুদ্ধিজীবীরা হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ করেন কিছুক্ষনের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছে এই ভয়ানক অমানবিক চিত্র যার জেরে সকাল থেকেই আর দেরি না করে শান্তিপুর হাসপাতালে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লেন শান্তিপুরের কয়েকশো সাধারণ মানুষ শুধুমাত্র করোনার টিকা নেওয়ার জন্য। কেউ কেউ আবার মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন আতঙ্কে নয় এবার নিজের পরিবারের রক্ষার্থে নিজেদের তাগিদেই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছি। স্বভাবতই 2020 রেকর্ড ছাড়িয়ে ঊর্ধ্বমুখী চেহারা নিয়েছে 2021 এর করোনার আক্রান্তের সংখ্যা জানিয়ে রাজনৈতিক নেতাদের মাথা ব্যাথা না থাকলেও বিপদ তো সাধারণ মানুষেরই তাই নেতাদের প্রতি আর ভরসা রাখছেন না সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট অনুযায়ী শান্তিপুর শহর ও ব্লকে মোট করোনা আক্রান্তের সংখ্যা 11 প্রতিদিনের তুলনায় দিন দিন যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে উদ্বিগ্ন শুধু স্বাস্থ্য দপ্তরিই নয় উদ্বিগ্ন সাধারণ মানুষও। গতকাল জেলার সর্বাধিক 31 জন আক্রান্ত হয়েছিলেন এই শান্তিপুরে। তবে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড ডঃ তারক বর্মন জানান জেলা স্বাস্থ্য দপ্তরের প্রেরিত ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত থাকবে দিয়ে যাবো আমরা। অনলাইন আবেদন করছেন অনেকেই, যদি সে ক্ষেত্রে কারণ অসুবিধা হয় উপযুক্ত ডকুমেন্টেশন সহ সশরীরে উপস্থিত হলে তাও দেখে দিচ্ছি আমরা।