পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার মুইদিপুর, উজিরপুর,রেসালাতপুর,মাঠ-শিয়ালী,অমরপুর,শিয়ালী ও কোড়া যথাক্রমে ২০২,২০৩,২০৪,২০৫,২০৬,
২০৭,২০৮,২০৯,২১০,২১১ বুথে নির্বাচন পক্রিয়া বেলা একটা পর্যন্ত নির্বিঘ্নেই চলছে। এই গরমে ভোট দেওয়ার জন্য ভোটারদের লম্বা লাইন চোখে পড়ার মত। এই সমস্ত বুথ গুলিতে কোনো পক্ষের কোনো রকম অভিযোগ এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না। কোভিট বিধি মেনে মাস্ক ও স্যানিটাইজার ও গ্লাভস এর ব্যবস্থা আছে। কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। পূর্ব বর্ধমান জামালপুর থেকে ( সিদ্ধার্থ পাকিড়া ) রিপোর্ট।