দলীয় সভা সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আসন্ন বিধানসভা নির্বাচনের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল নবদ্বীপ শহর। নবদ্বীপে দলীয় সভা সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নবদ্বীপ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নবদ্বীপ স্টেশন সংলগ্ন মিত্র পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তির নাম অনুপ মুখার্জি ওরফে মনা। বয়স ৩৯। এদিন বিকেলে নবদ্বীপ তেঘরী পাড়া রেলগেট কলাবাগানে তৃণমূলের দলীয় সভা সেরে রাত ৯ টা নাগাদ বাড়ি ফেরার পথে মিত্র পাড়া এলাকায় নির্জন জায়গায় তিনজন দুষ্কৃতী তাঁকে ধরে পেটে ছুরি মেরে আঘাত করে পালিয়ে যায়। সেখানকার স্থানীয় বাসিন্দারা চিৎকারের আওয়াজ শুনে ছুটে এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর আক্রান্ত যুবক এবং তৃণমূল কর্মীরা নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর জানতে পেরেই ছুটে আসে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুজিত সাহা। সুজিত সাহা বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে আমাদের এক সক্রিয় কর্মীকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। এই ঘটনায় লিখিত নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তবে বিজেপির পাল্টা অভিযোগ, বিজেপি এসব নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপিকে একটা বদনাম দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। পুলিশ প্রশাসন যথাযথ তদন্ত করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক। ঘটনার তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিস।