বিজেপির এক যুব মোর্চা কর্মীর ওপর সশস্ত্র দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য নবদ্বীপে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রানি চড়া বটতলা এলাকায়।এই ঘটনাকে কেন্দ্র করে সামরিক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। আক্রান্ত যুবকের নাম অক্ষয় বিশ্বাস। অভিযোগ, এই দিন রাতে বাড়ি ফেরার পথে রানীর চড়া বটতলা এলাকায় কয়েকজন অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতী অতর্কিত ভাবে হামলা চালায় অক্ষয়ের উপর। এরপর বেধড়ক মারধর করার পর তাঁকে ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অক্ষয়কে স্থানীয়রা উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ওই যুবক বিজেপি কর্মী বলে শনিবার সকালে মোবাইল ফোন মারফত তাঁর বাবাকে শাসিয়ে ছিল এক তৃণমূল কর্মী বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। এরপরই রাত্রে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা চালায় অক্ষয়ের উপর। যার ফলে সম্পূর্ণ ঘটনাটির নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত থাকতে পারে বলে অভিযোগ জানিয়েছে বিজেপির নবদ্বীপ উত্তর মন্ডল যুব মোর্চার সভাপতি তন্ময় কুন্ডু। সম্পূর্ণ ঘটনাটির প্রতিবাদে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় আক্রান্তের পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্ব বলে জানা গিয়েছে পরিবারও বিজেপি সূত্রে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।