ISF প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ পীরযাদা আব্বাস সিদ্দিকী

বাঁকুড়ার সারেঙ্গায় ISF প্রার্থীর সমর্থনে সারেঙ্গা মিশন মাঠে জনসভায় যোগ দিয়ে পীরযাদা আব্বাস সিদ্দিকী পুলিশ প্রশাসনকে এক দিকে দিলেন নিরপেক্ষ হওয়ার বার্তা অন্যদিকে সরকারে এলে বছরে ৫০ থেকে ৬০ দিন ছুটির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন । একই সাথে স্মরণ করালেন অমিতাভ মালিকের নির্মম স্মৃতি। অন্য দিকে শাসকদলের ভোটের আগে ট্যাব দেওয়াকে সস্তার রাজনীতি বলে করলেন আক্রমণ। তাঁর কথায় ‘সাড়ে চার বছর ধরে লুটবো আর ভোটের ২ মাস আগে একটা খেলনা ধরিয়ে দেবো, ওই খেলনাতেই বলছে নিয়ে নেবো। অন্যদিকে খেলা হবে প্রসঙ্গে তিনি বলেন, ‘বলছে খেলা হবে, আর দিদি বলছে গোল রক্ষক হবো, পায়ে চোট খেয়ে হুইল চেয়ারে বসে আছে, এমনিতেই ফটাফট গোল খাবে। আবার ‘পাঁচ টাকার ডিমভাত’ খাওয়ানোকে উন্নয়ন বলে না বলেও তিনি দাবী করেন। তিনি বলেন এলাকায় শিক্ষার উন্নয়ন ও শিক্ষিতরা চাকুরী পেলেই আসল উন্নয়ন। অন্যদিকে আবার এন আর সি ইস্যুতেও একযোগে আক্রমণ করেন বিজেপি এবং তৃণমূলকে।