নবদ্দীপ চোটির মাঠে প্রকাশনা সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।নির্বাচনের প্রাক্কালে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে প্রচুর মানুষের জনসমাগম লক্ষ্য করা যায় এদিন নবদ্বীপে। প্রায় ত্রিশ মিনিটের বক্তব্য মধ্যে শুরুতেই তিনি নবদ্দীপ সহ গোটা নদীয়া জেলার উন্নয়ন খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন নবদ্দীপ কে বাঁচিয়ে রাখার জন্য আমরা হেরিটেজ ঘোষণা করেছি,300 কোটি টাকা খরচ করা হয়েছে নবদ্বীপ টাউন কে সাজিয়ে তোলার জন্য এর পাশাপাশি 700 একর জমি আমরা মায়াপুর কে দিয়েছি ওখানে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার গঠন করার জন্য। এর পাশাপাশি তিনি বলেন সারা বাংলা জুড়ে উদ্বাস্তু দের আমরা আইনত স্বীকৃতি দিয়েছে।নদীয়া জেলার কল্যাণী থেকে শুরু করে শান্তিপুরের তাঁত শিল্প এবং কৃষ্ণনগর মাটির শিল্প উন্নয়নের লক্ষ্যে আমরা প্রচুর অর্থ ব্যয় করেছি। আপনারা কেউ বিজেপি সরকার কে ভোট দেবে না তাহলে অসমের মত আপনাদেরকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এই বিজেপি সরকার।এর পাশাপাশি তিনি বলেন আমরা সরকারে এলে তপশিলি জাতির মহিলাদের মাসিক এক হাজার টাকা ভাতা এবং সাধারণ মহিলাদের জন্য 500 টাকা ভাতা প্রদান করব।বিজেপি কে আক্রমণ করে তিনি বলেন বাইরে থেকে যেসব বহিরাগত গুন্ডারা আছেন তারা উন্নয়ন নয় কোভিদ সঙ্গে করে নিয়ে আসছেন।