সরকারি ঘর পেতে গেলে দিতে হয় কাটমানি,বিজেপি প্রার্থীকে অভিযোগ জানালেন গ্রামবাসী

বিজেপি প্রার্থীকে গ্রামে পেয়ে নানান সমস্যার কথা জানালেন গ্রামবাসীরা।হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার বিজেপি প্রার্থী মহম্মদ মতিবুর রহমান শুক্রবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির বিভিন্ন গ্রামে ভোট প্রচারে যান। বিজেপি প্রার্থী মতিবুর রহমানকে গ্রামে পেয়ে খুব খুশি এলাকাবাসী। গ্রাম ঘুরিয়ে নানান সমস্যার কথা জানান তারা।

গ্রামবাসীরা জানান,মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নেই কোনো উঁচু বাতি স্তম্ভ। সন্ধ্যা হতেই সম্পূর্ণ গ্রাম অন্ধকারে ডুবে যায়। গ্রামে উপ স্বাস্থ্য কেন্দ্র থাকলেও চিকিৎসা পরিসেবা পাওয়া যায় না।নেই কোনো ড্রেনের ব্যবস্থা। বর্ষার সময় রাস্তায় জল জমে দুর্গন্ধ ছড়ায়।

অনেক মানুষ দরীদ্র‌ সীমার নিচে বসবাস করছে। অর্থের অভাবে ঘর করতে পারছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম থাকলেও কাটমানি ছাড়া কিস্তির টাকা মিলে না।অনেকের বয়স সত্তর বছর ছুঁই ছুঁই, হয়নি বয়স্ক ভাতা।হরিশ্চন্দ্রপুর এলাকায় নেই কোনো মহিলারদের জন্য কলেজ। বিভিন্ন জায়গায় দাবি জানিয়েও আশ্বাস ছাড়া কিছুই মিলেনি।

মতিবুর রহমান বলেন,”আমি গরীব পরিবার থেকে বড়ো হয়েছি তাই গরীবের কষ্টটা আমি ভালভাবে উপলব্ধি করতে পারি।যদি ভোটে জয়ী হয় তাহলে সর্ব প্রথমে হরিশ্চন্দ্রপুরের মাটিতে গরীব মানুষের সেবার জন্য হাসপাতাল খুলব। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো হবে। তারপর ধীরে ধীরে সব সমাধান করে দিব।”