শান্তিপুর বিধানসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মী

শান্তিপুর বিধানসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের মৌচাক কলোনির একটি পুকুরের ধার থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হল এক বিজেপি কর্মী পরিবারের দাবি তৃণমূলের দুষ্কৃতীরা রাজা দেবনাথ নামে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে হাত পা বেঁধে পুকুরের পাশে ফেলে রাখে। এক টোটো চালক ও বেশ কয়েকজন মিলে উদ্ধার করে ওই বিজেপি কর্মীকে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ইতিমধ্যে ওই আহত বিজেপি কর্মী কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এলাকায় বেশ কয়েক ঘণ্টা আগেও ব্যাপক বোমাবাজি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আবারো রসআহত বিজেপি কর্মীকে উদ্ধার ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য।
যদিও ঘটনাটি আগের কফিতে উল্লেখিত সন্টু বাউলের ঘটনার পরিপ্রেক্ষিতে বলে মনে করছেন এলাকাবাসী। তারা সরাসরি অভিযোগ করছেন, সন্তুকে গুলি চালানোর বদলা হিসেবেই সন্তুর বন্ধুরা অর্থাৎ তৃণমূলের সর্মথকরা এ কাজ করেছেন বলেই জানান রাজা দেবনাথ এর মা। যদিও আগের ঘটনা হিসেবে রাজা দেবনাথ এর পরিবার থেকে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।