রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এলেন বাবুল সুপ্রিয়

রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের প্রার্থী অসীম বিশ্বাস এর সমর্থনে বাবুল সুপ্রিয় ধানতলা বাজারে সভা করলেন বাবুল সুপ্রিয়। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থকদের ভিড় অন্যদিকে বাবুল সুপ্রিয় কে দেখার জন্য সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিলো যথেষ্ট। তিনি ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে এবং সোনার বাংলা গড়ার জন্য নরেন্দ্র মোদির হাত শক্ত করতে বিজেপি কে ভোট দেওয়ার আর্জি জানান। পিসি ভাইপোর তোলাবাজি এবং সিন্ডিকেট থেকে সাধারণ মানুষের বাঁচার একটাই উপায়, এবার বিজেপি।
আজ ওই বিধানসভা কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে প্রচারে আসেন, তাকেও উপেক্ষা করে তিনি বলেন দলের উপকার পাওয়া 200 থেকে 300 লোক নিয়ে সভা করছে তৃণমূল, সাধারণ মানুষ আর ওদের সাথে নেই।