রাতভর চলল টিএমসি দাদাগিরি

পূর্ব বর্ধমান রায়না 261 নম্বর বিধানসভা 280 নম্বর বুথ হোদিলপুরে। রাতভর চলল টিএমসি দাদাগিরি,দিনের বেলা সকাল থেকে এলাকা উত্তপ্ত আজ।বিজেপির ফ্লাগ ছিড়ে নদীতে ফেলে দেয়া হচ্ছে। বিজেপি ছেলেদেরকে মারধর করা হয় ইট দিয়ে আঘাত করা হয় বাঁশ দিয়ে আঘাত করা হয়। টিএমসি ছেলেদের নাম ,জুলফিকার আলী খাঁ, সাহেব শেখ, শেখ দবিরুল ইসলাম, হাবিব আলী শেখ, রবিয়াল হোসেন শেখ, সৈয়দ আওর আলী।এলাকায় কুড়ি থেকে 25 টা বাইক নিয়ে টিএমসির ছেলেরা দাপিয়ে বেড়াচ্ছে এখনো।