কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে , নিরাপত্তার ঘেরাটোপে মোরা ছিল পঞ্চম দফার নদীয়ার আটটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের গয়েশপুর চাকদহ শান্তিপুরের দু’একটি ঘটনা ছাড়া বাকি সমস্ত বুথেই প্রায় শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। নদীয়ার এই আটটি বিধানসভায় মোট ভোট পোল হয়েছে 81.50%।
৮৬ শান্তিপুর বুথ- ৩৫৫, স্পর্শকাতর ১১১, wc ১১১, পুরুষ ১৩১৩২৪, মহিলা ১২৩৮৪৮, অন্যান্য ৪, মোট ২৫৫১৭৬
মোট পোল হয়েছে 82. 06 %
রানাঘাট উত্তর পশ্চিম – মোট বুথ ৩৬৮, স্পর্শকাতর ৯৪, পুরুষ ১৩৩৮১১, মহিলা ১৩১৩৮৫, অন্যান্য ১০, মোট ২৬৫২০৬
মোট পোল হয়েছে80.01%
কৃষ্ণগঞ্জ(তপঃ) মোট বুথ ৩৮৩,স্পর্শকাতর ৯৪,wc ৮৬, মাইক্রো অবজারভার ১, সিসি ক্যামেরা ৭, পুরুষ ১৪১৪৬৫, মহিলা ১৩০৮০৫, অন্যান্য ৯, মোট ২৭২২৭৯
মোট পোল হয়েছে81.01%
রানাঘাট উত্তর পূর্ব( তপঃ) মোট বুথ ৩৬৪,স্পর্শকাতর ১৬০, wc ১২৬, মাইক্রো অবজারভার ৬, সিসি ক্যামেরা ৯, vc 19, পুরুষ ১৩৭৭৯০, মহিলা ১২৫৮৭৫, অন্যান্য ১৪, মোট ২৬৩৬৭৯
মোট পোল হয়েছে 78.01 %
রানাঘাট দক্ষিণ (তপঃ) মোট বুথ ৩৯৬, স্পর্শকাতর ১৬১, wc ১৩৭, মাইক্রো ৬, vc ১৮, পুরুষ ১৪৫২৬৪, মহিলা ১৩৯০০৯, অন্যান্য ১, মোট ২৮৪২৭৪
মোট পোল হয়েছে 81.0 6%
চাকদহ মোট বুথ ৩৪৩, স্পর্শকাতর ৯৩, wc ৭০, Mo…২৩, পুরুষ ১২৪৯৫৬, মহিলা ১১৯৭৬৭, অন্যান্য ১, মোট ২৪৪৭২৩
মোট পোল হয়েছে 83.45 %
কল্যানী (তপঃ) মোট বুথ ৩৬২,স্পর্শকাতর ১৬৮, wc ১৬৮, পুরুষ ১৩০২৯৯, মহিলা ১২৬৮৯৯, অন্যান্য ৮, মোট ২৫৭২০৬
মোট পোল হয়েছে 82. 39%
হরিণঘাটা sc মোট বুথ ৩৩৩, স্পর্শকাতর ১২৩, wc ১১৬, mo…. ৭, পুরুষ ১২৩১২৪, মহিলা ১১৬৯৮৬, অন্যান্য ৩, মোট ২৪০১১৩
মোট পোল হয়েছে 84.35 %