মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে সপ্তম দফার ভোটের প্রস্তুতি

রাত পোহালেই সপ্তম দফার ভোট শুরু,, মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে সপ্তম দফার ভোটের প্রস্তুতি,, মুর্শিদাবাদ লালবাগ নবাব বাহাদুর হাই স্কুল ডিসি আর সি সেন্টার করা হয়েছে। আর সেই ডিসি আরসি সেন্টার থেকে লালগোলা 61 এবং ভগবানগোলা 62 দুই বিধানসভা কেন্দ্রে যেসব অফিসারদের ডিউটি পড়েছে তাদের কে ভোটের যাবতীয় সরঞ্জাম দিয়ে গাড়ী করে প্রত্যেকটা বুথে স্থানান্তরিত করা হচ্ছে ।