করোনা পরিস্থিতি, প্রখর দাবদাহ কে উপেক্ষা করেও দীর্ঘ দুই তিন মাস যাবৎ অক্লান্ত পরিশ্রমের অবসান হল নদীয়ার পঞ্চম দফার ভোটে আরতি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে। অপেক্ষা এখন শুধুই দুই তারিখ পর্যন্ত।
রানাঘাট মহাকুমার পাঁচটি বিধানসভা কেন্দ্রের জন্য স্ট্রং রুম করা হয়েছে রানাঘাট কলেজে। গতকাল সন্ধ্যা থেকেই রানাঘাট কলেজে আসতে থাকে বিভিন্ন বিধানসভা থেকে সাধারণ মানুষের মতামত সম্মলিত ইভিএম। রানাঘাট কলেজে আগামী 2মে গণনা হবে 5টি কেন্দ্রের। এই 5টি কেন্দ্র হলো রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা, শান্তিপুর ও কৃষ্ণগঞ্জ বিধানসভা। রানাঘাট কলেজে স্ট্রং রুম এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।