রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল টিএমসির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার গাগনাপুর থানা এলাকায়। সূত্রের খবর নদীয়া জেলা দক্ষিণ বিজেপির যুব সভাপতি ভাস্কর ঘোষের বাড়িতে গতকাল রাত্রে টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে। সেই সময় ভাস্কর বাবু বাড়িতেই ছিলেন। বোমের বিকট আওয়াজে প্রতিবেশীরা বাইরে এসে চিৎকার-চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় সেখান থেকে। ঘটনার খবর পেয়ে গাগনাপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আজ বিজেপির যুবর পক্ষ থেকে গাগনাপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। যদিও টিএমসির তরফ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তাদের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাগনাপুর থানার পুলিশ।