করোণা পজিটিভ অধীর রঞ্জন চৌধুরী।

বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরে বেড়িয়েছেন ভোট প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের ভোটের দায়িত্বে অধীর রঞ্জন চৌধুরী কে আনাচে-কানাচে দলীয় প্রার্থীদের সমর্থনে বেড়াতে হয়েছে এরপর জোট হয়েও তাকে জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সময় বাঁচাতে হেলিকপ্টার ব্যবহার করেছেন। এমনকি নিজের জেলা ব্লগেও সভা করতে হেলিকপ্টার ছিল তার একমাত্র সঙ্গী কারণ একই দিনে বিভিন্ন প্রার্থীর সমর্থনে তাকে যেতে হয়েছে। কিছুদিন আগে তিনি হোম আইসোলেশন এ ছিলেন কিন্তু তারপর পরীক্ষা করালে করণা পজিটিভ ধরা পড়ে এখন সপ্তম দফায় 26 তারিখে ভোট এবং 29 তারিখে ভোট সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি নিজেকে হোম আইসোলেশন রেখেছেন এবং চিকিৎসা পরামর্শ নিয়ে তিনি বেরোবেন।