করণা সচেতনতায় হোক বা প্রচার এর অন্তিম লগ্ন! অমিত শাহর রোড শো বইলো না জনপ্লাবন

এবার নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে রোড শো করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৃষ্ণনগর সদর হাসপাতালে মোড় থেকে রোড শো শুরু হয় এবং পোস্ট অফিস পর্যন্ত চলে এই রোড শো। নির্বাচনের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার এই রোগ শরীরে বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই কর্মী সমর্থকরা এই রোড শোতে শামিল হন।কৃষ্ণনগরে এই রোড শো এর আগে তেহটটো বিধানসভা প্রার্থীর সমর্থনে এদিন অমিত শাহ একটি জনসভা করেন। কিন্তু আজকের এই রোড শো তে জনপ্লাবন লক্ষ্য করা গেল না, তা সে করোনা পরিস্থিতির জন্যই হোক বা প্রচারের একেবারে অন্তিম লগ্ন বলেই হোক। তৃণমূলের দাবি, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিজেপি তত জনসমর্থন হারাচ্ছে, যদিও বিজেপির তরফের দাবি করো না পরিস্থিতির মধ্যে খুব বেশি জমায়েত আমরা করতে দিইনি। তবে আজ কার্যত এই দুই হেভিওয়েট নেতৃত্বকে ঘিরে সাধারণ মানুষের কোন উদ্দীপনা লক্ষ্য করা যায়নি, এমনকি হেলিপ্যাডের চারিপাশে ভিড় করে থাকা সাধারণ মানুষকেও চোখে পড়েনি আজ।