জেলার 17 টা বিধানসভার মধ্যে রানাঘাট মহকুমার, রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ, শান্তিপুর বিধানসভা, এবং কৃষ্ণগঞ্জ এই পাঁচটি এবং কল্যাণী মহাকুমার কল্যাণী, চাকদহ এবং হরিণঘাটা বিধানসভার এই তিনটি। অর্থাৎ মোট আটটি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে পঞ্চম দফা অর্থাৎ 17 ই এপ্রিল। ষষ্ঠ দফা অর্থাৎ 22 শে এপ্রিলের জন্য রয়ে গেছে জেলার অপর , করিমপুর, নাকাশিপাড়া, তেহটটো, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, কালিগঞ্জ , চাপড়া, নবদ্বীপ, পলাশীপাড়া এই নটি বিধানসভা।
পূর্ববর্ণিত পঞ্চম দফা অর্থাৎ আগামী কালকের রানাঘাট এবং কল্যানী মহুকুমার আটটি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে জোড় কদমে। রানাঘাট মহাকুমার ক্ষেত্রে রানাঘাট কলেজ এবং মিলন বাগান স্কুলের মাঠে, তবে কৃষ্ণগঞ্জ বিধানসভার জন্য বগুলা কলেজ মাঠ থেকে ভোট কর্মীদের ইভিএম এবং অন্যান্য ঘর সামগ্রী প্রদান করা হচ্ছে। এবং এই উপলক্ষে বিরাট আকার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি। জেলার অধিকাংশ ভোট কর্মীদের আগমনের ফলে কার্যত উৎসবে চেহারা নিয়েছে এই অঞ্চল গুলিতে। বিভিন্ন কাউন্টারের মাধ্যমে নানান প্রয়োজনীয় কাজকর্ম মিটাচ্ছেন ভোট কর্মিরা।