অধীর চৌধুরী করণা আক্রান্ত হওয়ায় তিনি হোম আইসোলেশন এ আছেন গত 21 তারিখ তিনি টুইট করে জানান যেতে তুমি করোনা পজিটিভ হয়েছেন তার 48 ঘণ্টা আগে তিনি ঘোষনা করে বলেছিলেন তিনি বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে গেছেন সেখানে যাদের সাথে প্রচার করেছেন তাদের মধ্যে জ্বর সর্দি-কাশি নানারকম প্রসঙ্গ তাদের দেখা দিয়েছে ফলে দায়িত্বশীল সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে 24 ঘন্টা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সমস্ত সভা বাতিল করে হোম আইসোলেশন এ গেলেন। তারপর তার করণা পজিটিভ রিপোর্ট পেলে তাও তিনি জনসমক্ষে তুই করে জানান যে তিনি করণা পজিটিভ হয়েছেন এবং আগামী সাতদিন সমস্ত বিরোধীদের থাকছেন এবং সম্পূর্ণরূপে হোম আইসোলেশন এ তিনি গেলেন এবং সমস্ত সভা এবং নির্বাচনী জনসভা বাতিল করলেন।
আজ সকাল বেলায় বহরমপুর সুতির মাঠ কংগ্রেস কর্মীদের উদ্যোগে তার সুস্থতা কামনা করে বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরে পুজো দিলেন কংগ্রেস কর্মীরা এ দিন তার সুস্থতা কামনা করেন এবং ঈশ্বরের কাছে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে পূজা-অর্চনা করেন এবং তারা পাশাপাশি যেমন মন্দিরে যান মসজিদে গিয়ে ওনার জন্য সুস্থতা কামনা এবং প্রার্থনা করেন।