হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার নেমে পড়েছেন সোনার বাংলা গড়তে

-নির্বাচনী প্রচারে বেরোলেন হরিনঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকার। প্রচারে সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। নিজের কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি, ছন্দে কবিতায় তার বিরুদ্ধে ওঠা কিছু বিক্ষোভ সামাল দিতে পেরেছেন বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন থেকে দল করার পর তাদের প্রার্থী হওয়ার মনোবাঞ্ছা কে মান্যতা দিয়েই তাদেরও মন জয় করেছেন বলে তিনি জানান। সদাহাস্যমান সুমিষ্ট ভাষার অধিকারী,এই বিজেপি প্রার্থী ক্রমশই ভোটারদের মন জয় করে নিয়েছেন, তা বোঝা যায় ভোট প্রচারে উপস্থিত কর্মী-সমর্থকদের জনপ্লাবনে। তিনি বলেন পাঁচ জন মন্ডল সভাপতি, এবং 7 জন যুবমোর্চার সভাপতি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার জন্য, এখনো দু একজন হয়তো অভিমানী আছেন, তবে আমার জিরো বিশ্বাস তাদেরকে বোঝাতে সক্ষম হবো, সোনার বাংলা গড়তে আমরা সকলেই সমান।