সরকারি ব্যবস্থায় মিথ্যা মামলা আর কিছুদিনের জন্য মাত্র! আমরাই ক্ষমতায় আসছি, কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় জানালেন ভোট প্রচারে

সরকার যতই পরিকল্পিতভাবে মিথ্যা কেস দিক, নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসবো,সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন একথা বললেন নদিয়া উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়।বিজেপি রাজ্য নেতৃত্ব মুকুল রায় কে নদীয়ার উত্তরে প্রার্থী ঘোষণা করার পর থেকেইবিধানসভার একাধিক জায়গায় কর্মী সমর্থক এবং সাধারন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নদীয়ার উত্তরের বিধানসভায় তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখার্জী।তার প্রতিপক্ষ হিসেবে এ বছর হেভিওয়েট নেতা মুকুল রায়কে প্রার্থী দিয়েছে বিজেপি।স্বাভাবিকভাবেই জেলার চমক কৃষ্ণনগরের উত্তর বিধানসভায় থাকতে চলেছে। এদিন মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,রাজ্য সরকার নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অনেক কেস দেবেন, যুদ্ধ করবেন ,কিন্তু শেষমেশ রাজ্য সরকারে আমরাই আসবো এটা নিশ্চিত। তিনি বলেন রাজ্যের প্রতিটি বিধানসভা আসন এই আমরা ভালো প্রার্থী দিয়েছি। দল যেখানে যেখানে চাইবে সেখানে সেখানে প্রচার করব।