সপ্তমদফা নির্বাচনের আগে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো ফরাক্কা থানার পুলিশ

সপ্তমদফা নির্বাচনের আগে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ফরাক্কার নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে গোপন সূত্রের খবর পেয়ে নাকাচেকিং চালিয়ে ASI বিজন রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ তাদের গ্রেপ্তার করে । ধৃত দের নাম প্রতাপ মন্ডল, মিহির মন্ডল ও সুরজিৎ রায়। তাদের বাড়ি মালদার জেলার বৈষ্ণবনগর এলাকায়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে ফরাক্কার এসডিপিও ওয়াসিম খান জানান, কোথা থেকে, কিসের উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে ব্রাউন সুগার গুলো নিয়ে আসা হচ্ছিলো তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের আজকে বহরমপুর আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হবে।