ষষ্ঠ দফার জন্য প্রস্তুত নদীয়া জেলা প্রশাসন

রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচনে নদীয়ার নয়টি বিধানসভায় ভোট গ্রহণ চলবে। এই নয়টি বিধানসভার মোট পোলিং স্টেশন থাকবে 3072 টি। 163 কোম্পানির আধাসামরিক বাহিনী থাকবে বুথের নিরাপত্তা দায়িত্বে। এদিন সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান নদীয়া জেলা শাসক পার্থ ঘোষ এবং কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। এর পাশাপাশি জেলাশাসক বলেন, নদীয়া জেলার ষষ্ঠ দফার নয়টি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের মোট 65 টি প্রার্থী রয়েছে। মোট ভোটার সংখ্যা 21 লাখ 90 হাজার 539। প্রতিটি বুতে থাকবে চারজন এবং তারও বেশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। 159 কোম্পানির কিউ আর টি নজরদারি চালাবে। প্রতিটি বুতে মনিটরিং করা হবে কমিশনের পক্ষ থেকে। প্রায় প্রতিটি বুতে মাইক্রো অবজারভার ওয়েব কাস্টিং সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ক্যামেরা দ্বারা নজরদারি চালানো হবে।অর্থাৎ ষষ্ঠ দফার ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে করা যায় সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে কমিশন।