একসময় তৃণমূলকে কয়লা গরু মেধা চোর বলা সুজাতা মন্ডল খাঁ, এখন তৃণমূলের বিভিন্ন প্রচারের মুখ সুবক্তা হিসেবে। তখন অবশ্য বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী হিসেবে ছিলেন। সাংসারিক জীবনেও বিচ্ছেদ এনেছে রাজনীতি। সুজাতা যোগদান করেছিলেন তৃণমূলে, এবছর আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী। তৃতীয় দফার ভোটে আক্রান্ত হন তিনি, আর সে অভিজ্ঞতাই ব্যক্ত করলেন গতকাল শান্তিপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী অজয় দে র হয়ে প্রচারে এসে। তিনি বলেন, বিজেপি টা খুব কাছ থেকে দেখেছি, অসভ্য নোংরা একটি দলের সংস্পর্শে ছিলাম তা ভাবতেও ঘেন্না বোধহয়। মুখ্যমন্ত্রীর আদর্শ, সরকারের জনমুখি প্রকল্পে দরিদ্র মানুষের উপকারের কথা প্রচার করা আমার নৈতিক কর্তব্য মধ্যে পড়ে, সে ক্ষেত্রে সংসার স্বামী আমার কাছে বড় নয়। তিনি বলেন একজন মহিলা কে যে এভাবে, মারতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত আমি, এখনও চিকিৎসা চলছে। আমার এলাকায় তৃণমূল এজেন্ট দের বাড়ি বাড়ি সাদা থান পৌঁছে দেওয়া হয়েছিলো ভয় দেখাতে। তবে মানুষই শেষ কথা বলবে আগামী 2 তারিখ। এদিন বহু মহিলা ইমামুল কর্মী একত্রিত হয়েছিলেন সুজাতা খাঁয়ের মিছিলে। শান্তিপুর কলেজের সামনে থেকে পায়ে হেঁটে পৌঁছান ডাকঘর মোড়ে। সেখানে রাস্তার পাশেই একটি সভা করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন প্রার্থী অজয় দে, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র, তৃণমূল মহিলা কংগ্রেসের শহরের নেত্রী মিঠু ধর, পৌর প্রশাসনিক মন্ডলের সদস্য যতন সরকার ,আবদুল সালাম কারিগর , ব্লক সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস সহ গ্রাম ও শহরের বিভিন্ন নেতৃবৃন্দ।