আজ আর কিছুক্ষণ বাদেই রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্র বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দারের হয়ে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ঠিক তার আগে অর্থাৎ গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ ডোব পাড়া ধনেন্দ্রপুরে তৃণমূলের সক্রিয় কর্মী রতন ঢালীর স্ত্রীকে মৃত্যু হুমকি দেওয়া হয়, তৃণমূলের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ না করার জন্য। তার কিছুটা সময় বাদে কিছুটা দূরে নপাড়ায় হঠাৎই একের পর এক বোমার আওয়াজে কেঁপে উঠলো এলাকা। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তথা রানাঘাট ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল মন্ডল এর বাড়ি বিজেপির দুষ্কৃতীরা বেশ কয়েকটি বোম মেরে পালিয়ে যায়। শ্যামল বাবুর দাবি আজকেরএই সভাকে বানচাল করার জন্যেই বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি এই সন্ত্রাস সমগ্র বিধানসভা জুড়ে চালিয়ে যাচ্ছে, যার চূড়ান্ত হিংস্রতা দেখা গেল গতকাল। দলীয় সূত্রে জানা যায়, গোটা ঘটনাটি জানানো হলে ধানতলা থানার পুলিশ, এসে খতিয়ে দেখে যায়। এবং ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। আজ সকালে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে, তদন্ত শুরু করে ধানতলা থানার পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।