রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীর কুমার পোদ্দারের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে প্রচারের শেষ লগ্নে দেখা গেলো যুব তৃণমূল কংগ্রেসের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। দুপুর 1 টা নাগাদ ওই কেন্দ্রের আরংঘাটা ফুটবল খেলার মাঠে, হেলিকপ্টার থেকে নামেন তিনি। এরপর টানা আধঘণ্টার বক্তব্যের বেশিরভাগটাই বিজেপির সম্পর্কে কঠোর সমালোচনা, তিনি বলেন আয়ুষ্মান ভারত নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য নয়! ন্যূনতম এন্ড্রয়েড মোবাইল টিভি থাকলেও মিলতো না সুবিধা, রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে 1% পেতেন না সেই সুবিধা। অথচ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী সকলের জন্য। একজন মহিলা মুখ্যমন্ত্রী কে আটকানোর জন্য সারা দেশের নেতা পশ্চিমবঙ্গে পাঠিয়ে কোন লাভ হবে না। নেত্রী অসুস্থতার কারণে বসে থাকলেও, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন তিনিই। বাংলায় আবারো ইতিহাস তৈরি হতে চলেছে। 134 টি কেন্দ্রে ভোট হয়েছে যার মধ্যে 102 পেয়ে গেছে তৃণমূল! প্রয়োজন আর মাত্র 120 টার। যা পঞ্চম এবং ষষ্ঠ দফাতেই নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা মিলবে। বাকি আরো দুটো দফার নির্বাচনের ফল জয়ের মাত্রা বাড়াবে। এবার শুরু জয় দেখার অপেক্ষায় নয়, বেশ কিছু ঘটছে সেটা দেখার জন্যই আগ্রহী সাধারণ মানুষ।