মা সারদার কাছে পূজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন ও প্রসাদ বিতরণ করলেন কোতুলপুরের বিজেপি প্রার্থী। তিনি শুক্রবার জয়রামবাটিতে মা সরদার মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচার সারেন। বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার।
শুক্রবার সকালেই বাঁকুড়া জেলার অন্যতম পীঠস্থান তথা মা সরদার জন্মভূমি জয়রামবাটির মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন কোতুলপুরের বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার। এছাড়াও এদিন তিনি নিজের হাতে প্রসাদ বিতরণ করেন এলাকায় এবং কথা বলেন সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সঙ্গে। পাশাপাশি এদিন বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার সেখানের অধিকর্তা মহারাজদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয়ে কথা বলে সমস্যার কথা জানেন এবং ক্ষমতায় এলে সেসব সমস্যার সমাধানের আশ্বাসও দেন।